বিশ্বনবির জন্মদিন উপলক্ষে ভিন্ন আয়োজন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

রবিউল আউয়াল মাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন আবার এ মাসেই তিনি ইন্তেকাল করেন। প্রিয়নবির আদর্শ বাস্তবায়নের অনুপ্রেরণা লাভে বিশ্বব্যাপী এ মাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমনই এক ভিন্ন আমেজের অনুষ্ঠান আয়োজন করছে কুরআন ইন্সটিটিউট লন্ডন শাখা। এ অনুষ্ঠানে কুরআনুল কারিমের ৬টি আয়াত তেলাওয়াত করে তার রেকর্ড পাঠাতে হবে আয়োজকদের কাছে।

আয়োজকরা রেকর্ড করা জমাকৃত তেলাওয়াতের বাছাই সম্পন্ন করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে প্রতিযোগিদের আহ্বান করবে। লন্ডনের কুরআন ইন্সটিটিউট এ আয়োজন করেছে।

জানা যায়, যারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের জন্য সংস্থাটি ঘোষণা করেছে যে, সুরা কাসাসের প্রথম ৬টি আয়াত তেলাওয়াত করবে। এবং তার রেকর্ড তাদের কাছে পাঠাতে হবে।

আয়োজনকারী সংস্থার কাছে তেলাওয়াতের এ রেকর্ড ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবারের মধ্যে পৌছাতে হব।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।