কুরআনের হাতে লেখা কপি বিক্রি বন্ধ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

হাতে লেখা কুরআনুল কারিমের যে কোনো পাণ্ডুলিপি বিক্রি বন্ধ করতে সফল হয়েছে মিসর। মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টার পবিত্র কুরআনের হাতে লিখিত একটি প্রাচীন পাণ্ডুলিপি বিক্রি বন্ধ করতে সক্ষম হয়েছে।

হাতে লেখা কুরআনের এ পাণ্ডুলিপিটি বিক্রয়কারী একটি দল ‘আতলাস উসমানি সাদিস’ নামে প্রসিদ্ধ পবিত্র কুরআনের হাতে লেখা এ পাণ্ডুলিপিটি মিসরের বাইরে নিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সক্ষম হয়নি।

মিসরের মাহমুদ রাফিফ আফান্দির হাতে লেখা ‘আতলাস উসমানি সাদিস’ নামে প্রসিদ্ধ পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিটি জার্মানের কর্মকর্তাদের সহযোগিতায় মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টারে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন > পাকিস্তানের সেই নারী পাচ্ছেন প্রেসিডেন্ট পদক!

এ পাণ্ডুলিপিটি ১৯ শতকের অন্তর্গত। একদল বিক্রয়কারী জার্মানির বার্লিন শহরে নিলামে উঠিয়েছিল এ পাণ্ডুলিপিটি এবং এর মূল্য ২৮,০০০ ইউরোয় পৌঁছেছিল।

তবে জার্মান প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় মিশরীয় প্রকাশনা ও ডকুমেন্টেশন সেন্টার এই পাণ্ডুলিপিটিকে মিশরে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছেন। কুরআনের এ পাণ্ডুলিপিটির বিক্রি বন্ধ করতে জার্মানরাও যথেষ্ট সহযোগিতা করেছেন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।