ক্বারি শেখ হাসান আজহারির ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১০ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ার বিশিষ্ট ইসলামিক স্কলার কুরআনের অধ্যাপক খ্যাত বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের খেদমতকারী শেখ হাসান আজহারি (৯০) গত ৬ অক্টোবর কুয়ালালামপুর হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৬টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুরআনের অধ্যাপক শেখ হাসান আজহারি জীবদ্দশায় মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।

তিনি ৪৬ বছর ধরে কুরআনিক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুরআনে খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

শেখ হাসান আজহারির মৃত্যুতে কুরআনের অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মুসলিম জাতি একজন নিবেদিত প্রাণ কুরআনের খাদেমকে হারালো।

ইন্দোনেশিয়ার কুরআনের খাদেম ও কুরআন প্রতিযোগিতার বিচারক আক্বিল হুসাইন মুনাওয়ার অধ্যাপক শেখ হাসান আজহারির মৃত্যুতে সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি কুরআনের এ খাদেমের জন্য দোয়া চেয়েছেন।

আল্লাহ তাআলা কুরআনে খাদেম শেখ হাসান আজহারিকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।