অবশেষে সৌদি ভ্রমণের সুযোগ পাবে ওমরাকারীরা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ওমরাহ ভিসায় পবিত্র নগরী মক্কা-মদিনা ও জেদ্দা-তায়েফ ছাড়া আর কোনো শহরে যাওয়া সম্ভব ছিল না। এবার সৌদি সরকার ওমরাহ ভিসায় যাওয়া লোকদের জন্য দেশটির সব শহর ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ ঘোষণার ফলে ওমরাহ পালনকারী পুরো সৌদি আরব ঘুরে দেখতে পারবে। খবর খালিজ টাইমস।

ওমরাহ পালনকারীদের জন্য পবিত্র মক্কা-মদিনা পরিদর্শনে ন্যূনতম ১৫ দিন সময় ব্যয় করা উচিত। ওমরাহ পালনকারীদেরকে ৩০ দিনের ভিসা অনুমোদন করা হবে। যাতে তারা সৌদির অন্যান্য শহরও ঘুরে দেখতে পারে।

সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান জানান, ওমরাহ পালনকারীদের জন্য ৩০ দিনের ইস্যু করা ভিসায় প্রধান দুই মসজিদ ভ্রমণে তাদেরকে ১৫ দিনি সৌদিতে অবস্থান করতে হবে।

এ বছর (১৪৪০ হিজরি সনের) চলতি মাসের প্রথম সপ্তাহে ১০০০ লোক ওমরাহ পালনে মক্কা-মদিনায় পৌছেছেন। আর গত ৪ দিনে প্রায় ২৫ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে।

সৌদি আরব তেল নির্ভর দেশ হলেও পর্যটন শিল্পে নিজেদের অর্থনৈতিক নির্ভরতা বাড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে বলা ধরণা করা হয়।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।