কোরআন শরিফের ওজন চার মণ!

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা ম‌দিনা থে‌কে
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

বি‌শ্বের সর্ববৃহৎ কোরঅান শরিফের ওজন প্রায় চার মণ। মোটা কাগ‌জে ১ হাজার ২০০ পৃষ্ঠার হা‌তে লেখা কোরআন শরিফ‌টি বর্তমা‌নে সৌ‌দি আর‌বের ম‌দিনার কোরআন জাদুঘ‌রে সংর‌ক্ষিত র‌য়ে‌ছে। আফগা‌নিস্তানের এক লেখক এটির অনুবাদক। তবে এ কোরআন শরিফে যের, যবর ইত্যা‌দি নেই।

একই জাদ‌ুঘ‌রে সংর‌ক্ষিত র‌য়ে‌ছে পৃ‌থিবীর প্রথম হা‌তে লেখা মুসলমান‌দের প‌বিত্র ধর্মগ্রন্থ কোরঅান শরিফ। এছাড়াও স্ব‌র্ণের হর‌ফে লেখা বি‌ভিন্ন আকা‌রের কোরআন শরিফও জাদুঘর‌টি‌তে র‌য়ে‌ছে ।

সোমবার (১০ সেপ্টেম্বর) স‌রেজ‌মিনে বাদ ফজর ম‌দিনার মস‌জি‌দে নববীর অদূ‌রে অব‌স্থিত কোরআন শরিফ জাদুঘর‌টি প‌রিদর্শনকা‌লে এসব তথ্য জানা যায়।

জাদুঘ‌রের কর্তব্যরত একজন কর্মকর্তা জানান, বি‌শ্বের প্রথম হা‌তে লেখা এ কোরআন শরিফটি বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এর অনুসা‌রী ৪১ জন সাহা‌বি লে‌খেন। পরবর্তী‌তে তা‌দের ম‌ধ্যে থে‌কে বাছাই করা ১০ জন সাহা‌বি চূড়ান্ত ক‌রেন। এর অরিজিনাল ক‌পিটি তুর‌স্কের জাদুঘ‌রে র‌য়ে‌ছে।

জাদুঘর‌টি ঘু‌রে দেখা যায়, ছোটবড় বি‌ভিন্ন আকা‌রের কোরআন শরিফের সবগু‌লোই স্বর্ণ দি‌য়ে লেখা। জাদুঘরটি পরিদর্শনকালে প্রায় সা‌ড়ে ৩ মি‌নিটের এক‌টি প্রামাণ্যচি‌ত্রের মাধ্য‌মে সা‌ড়ে ১৪শ’ বছ‌রের ইতিহাস ও বিবর্তন তু‌লে ধরা হয়।

এমইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।