ওমরাহ শুরু মঙ্গলবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা মক্কা থেকে
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

চলতি বছরের ওমরাহ কার্যক্রম মঙ্গলবার শুরু হচ্ছে। এ বছরে ১০ লাখেরও বেশি হজযাত্রীর সমাগম ঘটবে বলে আশা করছে সৌদি সরকার। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ওমরাহ করতে হজযাত্রীরা মক্কায় আসতে শুরু করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. আবদুল ফাত্তাহ সুলেমান মাসহাত বলেন, আসছে মঙ্গলবার থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হচ্ছে।

গত বছর অক্টোবরের শেষ সপ্তাহে ওমরাহ মৌসুম শুরু হয়, শেষ হয় জুলাইয়ে। এ মৌসুমে বিভিন্ন দেশে ২৩ লাখ ৭০ হাজার মানুষ হজ করেছে।

সৌদি সরকার আগামী ২০৩০ সালের মধ্যে ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দিতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২২ সালের মধ্যে ১ কোটি ৫০ লাখ মানুষ হজে আসবে বলে আশা করছে সরকার।

এমইউ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।