চট্টগ্রামের শীর্ষ আলেম আল্লামা শাহ আবুল ওয়াফা শমসির ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ, লোহাগাড়া (রাজঘাট)-এর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শাহ আবুল ওয়াফা শমসি আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কর্ম জীবনে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি মারকাজ জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুমের পরিচালক, কর্ণফুলি উপজেলার শাহরীমপুর মাদ্রাসার পরিচালক ছিলেন।

জামিয়া পটিয়ার সাবেক মুহতামিম আল্লামা শায়খ ইউনুস রহমাতুল্লাহি আলাইহির পরামর্শে নিজ এলাকা প্রতিষ্ঠা করেন জামিয়া কুরআনিা দারুল উলুম ওসমানাবাদ। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ মাদরাসার পরিচালকের দায়িত্ব পালন করে গেছেন।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাজঘাট গ্রামে জন্ম নেয়া র এ প্রবীন আলেমে দ্বীনের ইন্তেকালে দেশের আলেম সমাজসহ তার অসংখ্য ছাত্র শিক্ষক ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আজ আসরের নামাজের পর তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া কুরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ-এ মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।