বেহেশতে রহমতের বিশেষ স্থান লাভের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ জুন ২০১৮

আজ ১৬ রমজান। আল্লাহ তাআলা এ মাসে অনুশোচনাকারী বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করেন। তাই মাগফেরাতের আজকের দিনে মন্দ লোকদের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার পাশাপাশি সৎ লোকের সংস্পর্শ লাভের কামনাই মুসলিম উম্মাহর সব রোজাদারের একান্ত কর্তব্য।

সব মন্দ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত লাভের একটি আবেদন তুলে ধরা হলো-

اَللَّهُمَّ وَفِّقْنِىْ فِيْهِ لِمُوَافِقَةِ الْابْرَارِ
وَ جَنِّبْنِىْ فِيْهِ مُرَافَقَةَ الْاَشْرَارِ
وَ اَوِنِىْ فِيْهِ بِرَحْمَتِكَ اِلَى دَارِ الْقَرَارِ
بِاِلَهِيَّتِكَ يَا اِلَهَ الْعَالَمِيْنَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ওয়াফফিক্বনি ফিহি লি-মুয়াফিক্বাতিল আবরার; ওয়া ঝান্নিবনি ফিহি মুরাফিক্বাতিল আশরার; ওয়া আওইন্নি ফিহি বি-রাহমাতিকা ইলা দারিল ক্বারার; বি-ইলাহিয়্যাতিকা ইয়া ইলাহাল আলামিন।’

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তাওফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার প্রভুত্বের (জাতের) শপথ করে বলছি, তোমার রহমতের বেহেশতে আমাকে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মাগফিরাতের দশকে সৎ লোকের সংস্পর্শে থেকে এবং অসৎ লোকের বন্ধুত্ব ত্যাগ করে মাওলার রহমতের ওসিলায় মাগফেরাত লাভ করে চিরস্থায়ী জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।