রোজা অবস্থায় নাক থেকে রক্ত বের হলে করণীয়

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ জুন ২০১৮
প্রতীকী ছবি

রোজা ফরজ ইবাদত। দিনের বেলায় খাবার গ্রহণ ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই হলো রোজার বিধান। রোজা অবস্থায় যদি কারো নাক থেকে রক্ত বের হয়, তখন রোজার হুকুম কী?

এক্ষেত্রে রোজাদারের জন্য দুটি বিষয় লক্ষণীয়।

- রোজা অবস্থায় নাক থেকে রক্ত বের হয়ে যদি পেটে চলে যায়, তবে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে রোজা কাজা করা ওয়াজিব। কাফ্ফারা আদায় করা আবশ্যক নয়। অর্থাৎ রমজানের পরে একটি রোজা রাখতে হবে।

- আর যদি নাক থেকে রক্ত বের হয়ে পেটে না গিয়ে বাইরে বেরিয়ে আসে, তাহলে রোজা ভাঙবে না। সুতরাং রোজা অবস্থায় যদি কারো নাক থেকে রক্ত বের হয়, তবে তা যেন পেটে চলে না যায়, সে দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

আল্লাহ তালা মুসলিম উম্মাহর সব রোজাদারদের রোজা ভাঙার কারণগুলো থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। রোজার বিধি বিধানের প্রতি যথাযথ গুরুত্ব দেয়ার তাওফিক দিন। আমিন।

এমএমএস/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।