রহমতের শেষ দিনে ‘আল্লাহর ভরসা লাভের দোয়া’

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৭ মে ২০১৮

রহমতের দশকের শেষ দিন আজ। আজকের দিনে মহান রবের কাছে তার একান্ত সান্নিধ্যে থেকে রহমত প্রত্যাশাই সবার কাম্য। রহমত লাভে তার ওপর ভরসা করা ছাড়া মুমিন মুসলমানের অন্য কোনো উপায় নেই।

যে ব্যক্তি আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সঙ্গে রহমত কামনা করবে; সে ব্যক্তিই পাবে রহমত বরকত মাগফেরাত ও নাজাত।

রহমতের দশকের শেষ দিনে আল্লাহর রহমত লাভের মাধ্যমে সফলতার একটি দোয়া তুলে ধরা হলো-

اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنَ الْمُتَوَكِّلينَ عَلَيْكَ،
وَاجْعَلْني فيهِ مِنَ الْفائِزينَ لَدَيْكَ،
وَاجْعَلْني فيهِ مِنَ الْمُقَرَّبينَ اِلَيْكَ،
بِاِحْسانِكَ يا غايَةَ الطّالِبينَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝ্‌আলনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইকা। ওয়াঝ্‌আলনি ফিহি মিনাল ফায়িযিনা লাদাইকা। ওয়াঝ্‌আলনি ফিহি মিনাল মুকার্‌রাবিনা ইলাইকা। বি-ইহসানিকা ইয়া গায়াতাত ত্বালিবিন।’

অর্থ : ‘হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর । তোমার একান্ত অনুগ্রহে আমাকে সফলকামদের দলে শামিল কর এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও । হে অনুসন্ধানকারীদের শেষ আশ্রয়স্থল।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভে তাঁর ওপর ভরসা রাখার তাওফিক দান করুন। রমজানের সফলতা লাভে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।