সঠিক সিদ্ধান্তে পৌছতে যে দোয়া করবেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২১ এপ্রিল ২০১৮

সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরমর্শ সভা করা হয়। আবার দ্বীনি জ্ঞান অর্জনের জন্য দ্বীনি আলোচনার মজলিশ অনুষ্ঠিত হয়। পরামর্শ সভা বা আলোচনা সভায় সঠিক বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ বা চূড়ান্ত আমল করতে অথবা সঠিক সিদ্ধান্তে পৌছতে আল্লাহর দরবারে ধরণা দেয়ার বিকল্প নেই।

আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথ দেখান। যাকে চান দ্বীনি আলোচনা থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন। আবার যাকে ইচ্ছা সঠিক সিদ্ধান্ত দান করেন।

পরামর্শ সভা বা দ্বীনি মজলিশ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠকের শুরুতেই আল্লাহর কাছে এভাবে দোয়া করা-

اَللَّهُمَّ اَلْهِمْنَا مرَاشِدَ اُمُوْرِنَا وَ اَعِذْنَا مِنْ شُرُوْرِ اَنْفُسِنَا وَ مِنْ سَيِّئَاتِ اَعْمَالِنَا -

উচ্চারণ : আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আয়িজনা মিং শুরুরি আংফুসিনা ওয়া মিং সায়্যিআতি আ’মালিনা।’

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য সঠিক বিষয়টি আমাদের অন্তরে উদিত করে দিন এবং নফসের ধোঁকা থেকে ও কুকর্ম থেকে আমাদেরকে রক্ষা করুন।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য বসা বৈঠকে শুরুতে আল্লাহর পক্ষ থেকে সঠিক ফয়সালা লাভে এ দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।