কুয়েতের ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

কুয়েতে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতাটি ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। দশ ক্বিরাতের কুরআন হেফজ, সম্পূর্ণ কুরআন হেফজ এবং ক্বিরাত ও তারতিল বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের তালিকা গতকাল ১৮ এপ্রিল প্রকাশ করা হলেও আজ প্রত্যেক বিভাগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

কুয়েতের আমিরের উপস্থিতিতে বায়ান প্রাসাদে ঘোষণা করা হয়েছে এ ফলাফল। নিম্নে প্রতিযোগিতায় উত্তীর্ণদের তালিকা তুলে ধরা হলো-

দশ ক্বিরাতের কুরআন হেফজ বিভাগের বিজয়ী
>> প্রথম স্থানের অধিকার করেছেন কুয়েতের প্রতিনিধি- বাদর আল আলী
>> দ্বিতীয় হয়েছেন মিসরের প্রতিনিধি- ইসমাইল ফুয়াদ যাদু
>> তৃতীয় স্থান লাভ করেছেন আমেরিকার প্রতিনিধি- আদিন শাহারজাদ রাহমান
>> চতুর্থ হয়েছেন কেনিয়ার প্রতিনিধি- উসমান নুর আবি
>> পঞ্চম স্থান অধিকার করেছেন তিউনেশিয়ার প্রতিনিধি- মুহাম্মাদ আমিন বুআজিজ

পুরো কুরআন হেফজ বিভাগে বিজয়ী
>> প্রথম হয়েছেন লিবিয়ার প্রতিনিধি- মুহাম্মাদ তাহের ইদ্রিস
>> দ্বিতীয় স্থান লাভকারী সৌদি আরবের প্রতিনিধি- হাসাদ সাহিব বিন সালমান হাজীলি
>> তৃতীয় স্থান অর্জন করেছেন নাইজেরিয়ার প্রতিনিধি- ইদ্রিস উসমান
>> চতুর্থ হয়েছেন ইয়েমেনের প্রতিনিধি- আব্দুল হাকিম উসাজী
>> পঞ্চম হয়েছেন তিউনেশিয়ার প্রতিনিধি- রাশিদ বিন আব্দুর রহমান আলানী

ক্বিরায়াত ও তারতিল বিভাগের বিজয়ী
>> প্রথম স্থানের অধিকার করেছেন মালয়েশিয়ার প্রতিনিধি- ইজরা বিন আব্দুল হক
>> দ্বিতীয় হয়েছেন ইরানের প্রতিনিধি- মাহদী গোলাম নিজাদ
>> তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিনিধি- হামজা রাওয়াশ
>> চতুর্থ স্থান লাভ করেছেন তানজানিয়ার প্রতিনিধি- আব্দুল্লাহ দাওয়াদ মুহাম্মাদ
>> পঞ্চম হয়েছেন তুরস্কের প্রতিনিধি- ফোরকান চিনার

গত ১০ এপ্রিল কুয়েতের ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। আর তা শেষ হয়েছে গত ১৮ এপ্রিল। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে আজ।

এবারের প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলেন।

উল্লেখ্য যে, গতবছর কুয়েতের হোটেল শেরাটনে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ সাইফুর রহমান ত্বকী ২য় স্থান অর্জন করে। সেও রাজধানীর যাত্রাবাড়িস্থ হাফেজ নেছার আহমদ আন-নাছিরির পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র ছিলেন।

কুয়েত অ্যাওয়ার্ড’ খ্যাত এ ৯ম প্রতিযোগিতায় বিশ্বের ৭৯টি দেশের ১৩০জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। বিজয়ীদের জন্য শুভকামনা…

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।