ভারতে কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনী

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

ভারতের নয়া দিল্লির ইসলামি বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শন শুরু হয়েছে। ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠানে ইসলামি কালচারাল সেন্টার ইরানের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম আবেদি ও ইসলামি ইউনিভার্সিটি অফ এলিজারের ফার্সি রিচার্স সেন্টারের গবেষক এহতেশাম উদ্দিন উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন শরিফের ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠানটি গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। আগামীকাল ১৮ এপ্রিল কুরআনের ক্যালিগ্রাফির এ প্রদর্শনী শেষ হবে।

sDisplay-Inner

পবিত্র কুরআনের এ ক্যালিগ্রাফি প্রদর্শনীতে পবিত্র কুরআনের আয়াত ও কালেমাতে কিসারের আলোকে ৬০টি ক্যালিগ্রাফির বোর্ড দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

ধর্মীয় উগ্রতা পরিহার ও সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে ইসলাম ও কুরআনের প্রচার ও প্রসারে এ ক্যালিগ্রাফি প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।