যে কোনো খাবার গ্রহণ শেষে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ আহার করে সে যেন (بِسْمِ الله) বিসমিল্লাহ বলে। অতঃপর ডান হাত দিয়ে খাবার গ্রহণ শুরু করে। (বুখারি ও মুসলিম)

খাবার নাস্তা হোক কিংবা হালকা বা ভারী যে কোনো সাধারণ খাবার ও পাণীয় হোক, হতে পারে কোথাও যাত্রা পথে এক গ্লাস পানি বা চা পান করা; সব ধরণের সাধারণ খাবার ও পাণীয় গ্রহণ শেষেও প্রিয়নবি দোয়া পড়ার জন্য তাঁর উম্মতকে নসিহত করেছেন। যাতে প্রতিটি খাবারে ভবিষ্যতে বরকত ও কল্যাণ লাভ হয়। হাদিসে এসেছে-

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ -

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক্ লানা ফীহি ওয়া আত্বয়িমনা খাইরাম্ মিনহু।

অর্থ : ‘হে আল্লাহ! আমাদেরকে এতে (গ্রহণ করা খাবারে) বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য
দান করুন।’ (তিরমিজি, আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হালকা, ভারী যে খাবারই গ্রহণ করুক না কেন, সব ধরনের খাবারে বরকত দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।