মিসরের কুরআন প্রতিযোগিতায় হাফেজ মুজাহিদ প্রথম
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ২৫ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুজাহিদুল ইসলাম। আন্তর্জাতিক কারি হাফেজ নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর যাত্রাবাড়িস্থ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার কিতাব বিভাগের ছাত্র সে। মিসরের ২৫তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা গত ২৪ মার্চ শুরু হয়ে ২৯ মার্চ শেষ হয়েছে।
আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় এবার বিশ্বের ৫০টি দেশ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এ প্রতিযোগিতায় ৬৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কাজবিদসহ পুরো ৩০ পারা কুরআনে হাফেজদের এ প্রতিযোগিতার জন্য হাফেজ মুজাহিদুল ইসলামকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল। হাফেজ মুজাহিদ প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
আল্লাহ তাআলা হাফেজ মুজাহিদুল ইসলামকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসাকে কবুল করুন। আমিন।
এমএমএস/জেআইএম