কাবা শরিফে আজান দেয়ার ইচ্ছায় যুবকের কুরআন হেফজ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৬ মার্চ ২০১৮

মাহমুদ ফজেল। সুন্দর কণ্ঠস্বরের অধিকরী মিশরের উদীয়মান এক যুবক। তাঁর একটাই স্বপ্ন বাইতুল্লাহ’র মুয়াজ্জিন হওয়া। মসজিদে হারামের মুয়াজ্জিন হওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সে মুখস্ত করেছে সম্পূর্ণ কুরআনুল কারিম।

সুমধুর কণ্ঠস্বরের অধিকারী মাহমুদ ফজেল। মিসরের ‘মাসা’ নামক টেলিভিশনে আয়োজিত এক অনুষ্ঠানে সে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। সে জানায়, ‘আমার ইচ্ছা হলো মসজিদে হারামে আজান দেয়া। আমি সম্পূর্ণ কুরআনুল কারিম হেফজ করেছি। যাতে এর মাধ্যমে আমি আমার ইচ্ছার বাস্তবায়ন করতে পারি।

বর্তমানে মাহমুদ ফজেল মিশরের হালওয়ান শহরের একটি কলেজে বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। তিনি হতে চান কাবা শরিফের সর্বকনিষ্ঠ মুয়াজ্জিন।

মিসরের কারি ইউনিয়ন প্রধান মাহমুদ তালাভির মতে, মাহমুদ ফজলের কণ্ঠস্বর অনেক সুমধুর ও আকর্ষণীয়।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।