দুবাই কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৫ মার্চ ২০১৮

আন্তর্জাতিক কুরআনুল কারিমের সবচেয়ে বড় আয়োজন দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ কারি নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মো. হোসাইন আহমদ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররামে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বাছাই পরীক্ষা।

সারাদেশ থেকে আগত ২৩০ জন হাফেজে কুরআন এ বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্থান অর্জন করেছে হাফেজ মো. হোসাইন আহমদ।

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ মো. হোসাইন আহমদ-এর জন্য রইলো শুভ কামনা।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।