জর্ডানের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি গাজী আবদুল্লাহ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৬ মার্চ ২০১৮

জর্ডানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। বাছাই পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছে মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ।

হাফেজ গাজী আবদুল্লাহ গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৩ দেশের প্রতিনিধিদের সঙ্গে অংশ গ্রহণ করে বিজয় লাভ করে। শেখ আহমাদ বিন রাশেধ আল মাখতুম-এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করে।

হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ।

জর্ডানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য লাভে হাফেজ গাজী আবদুল্লাহর প্রতি রইলো শুভ কামনা...

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।