গর্ভকালীন সময়ের কষ্ট ও জটিল বিষয়াবলী সহজ হওয়ার আমল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’ জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُتَعَالِىْ) ‘আল-মুতাআ’লি’ একটি। এ গুণবাচক নামের আমলে জটিল ও কঠিন কাজসমূহ তার জন্য সহজ হয়ে যায়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُتَعَالِىْ) ‘আল-মুতাআ’লি’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

amal

উচ্চারণ : ‘আল-মুতাআ’লি’
অর্থ : ‘সর্বাধিক মর্যাদা সম্পন্ন সত্তা’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْوَالِىْ)-এর আমল

ফজিলত
>> যদি কোনো ব্যক্তি কঠিন ও জটিল সমস্যায় পড়ে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْمُتَعَالِىْ) ‘আল-মুতাআ’লি’-এর নিয়মিত আমল করে তবে তার জন্য জটিল ও কঠিন কাজ সহজ হয়ে যায়।

>> কোনো গর্ভবর্তী মহিলা যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْمُتَعَالِىْ) ‘আল-মুতাআ’লি’ পড়তে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্টক্লেশ থেকে মুক্তি পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর গুণবাচক নামের আমলের মাধ্যমে সব জটিল-কঠিন ও গর্ভবর্তী সময়ের কষ্ট থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।