বায়তুল মোকাদ্দাসের খতিব ড. সাবরি আসছেন বাংলাদেশে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) ১৮তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২০১৮।

আন্তর্জাতিক এ কিরাত সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করতে এই প্রথম বাংলাদেশে আসছেন মুসলিম উম্মাহর প্রথম কিবলা পবিত্র বায়তুল মোকাদ্দসের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইকরমা সাঈদ আবদুল্লাহ সাবরি।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৬ জানুয়ারি শুক্রবার বেলা ৩টায় শুরু হবে।

Kirat-Inner

এ কিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শায়খুল কুর্রা মুহাম্মাদ ইউসুফ হাফিজুল্লাহ।

বাংলাদেশী কারিদের মধ্য থেকে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সহ-সভাপতি, মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আজহারিসহ দেশবরণ্য কারিরা কিরাত পরিবেশন করবেন।

১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ কিরাত সম্মেলন ২৬ জানুয়ারি শুক্রবার বা'দ জুম'আ জাতীয় মাসজিদ বাইতুল মুকাররম চত্বরে অনুষ্ঠিত হবে।

১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৮ এর আমন্ত্রিত অতিথিদের নিয়ে তৈরি প্রমো।

এ ছাড়া ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন শাইখ ড. ইকরমা সাইদ আবদুল্লাহ সাবরি। ওই দিন বিকেলে আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইকরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশ নেবেন তিনি।

শাহাদাতে কারবালা মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত করবেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারি মিসরের ড. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সহসভাপতি বিশ্বখ্যাত কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, মিসরের খ্যাতনামা কারি শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ মুরিজি, ইরানের কারি সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনি, আরবের প্রখ্যাত সুরকার ও সিরিয়ার ইসলামি সঙ্গীতশিল্পী মুনশিদ কারি মু’তাসিম বিল্লাহ আল আসালি, আলজেরিয়ার কারি শাইখ রিয়াদ আল জাজায়েরি এবং ভারতের কারি মুহাম্মদ তাইয়্যিব জামাল। এ ছাড়া দেশের খ্যাতনামা কারিরা কুরআন তিলাওয়াত শুনাবেন।

বাংলাদেশী কারিদের মধ্য থেকে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সহসভাপতি, মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আজহারিসহ দেশবরণ্য কারিরা কিরাত পরিবেশন করবেন।

২৯ জানুয়ারি সোমবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও হুসনে কিরাত প্রতিযোগিতা।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।