ভৈরব কুতুবশাহী জামে মসজিদের খতিব মাওলানা নোমানীর ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৩ জানুয়ারি ২০১৮

কিশোরগঞ্জ জেলার ভৈরবের ‘কুতুবশাহী জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ নোমনী (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা নোমানী ভৈরব উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি এবং কিশোর জেলা জমিয়তের সাবেক সভাপতি ছিলেন।

তিনি কিডনি রোগে ভুগছিলেন। গত দুই দিন যাবত ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর কোনো উন্নতি হবেনা বলে শুক্রবার (১২ জানুয়ারি) বাদ মাগরিব হাসপাতাল থেকে তাকে রিলিজ করে দেয়া হয়।

মহাখালী থেকে আনুমানিক রাত পৌনে ৯টার দিকে তাঁকে বহনকারী গাড়ি ভৈরব বাজারে পৌছালে তিনি মৃত্য বরণ করেন ।

মৃত্যুকালে মাওলানা নোমানী ৪ ছেলে, ৫ মেয়েসহ অনেক ভক্তবৃন্দ রেখে যান। আজ (১৩ জানুয়ারি) বাদ জোহর ভৈরব বাস স্ট্যান্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর গ্রামের বাড়ী ময়মনসীংহ এর গফরগাঁও-এ শেষ জানাজার পর পারিবারিক গোরেস্থানে লাশ দাফন করা হবে।

আল্লাহ তাআলা মাওলানা নোমানীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।