কলরবের আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত-নাশীদ মাহফিল ২ ফেব্রুয়ারি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০২ জানুয়ারি ২০১৮

ইসলামি সঙ্গীতের ভুবনে কলরব এক অপ্রতিদ্বন্দ্বী নাম। অপসংস্কৃতির ছোবল থেকে পথহারা মানুষকে মুক্তি দেয়া-ই যাদের লক্ষ্য। ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরতে সময়ের ব্যবধানে উপহার দিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর হামদ, নাতসহ দেশাত্মবোধক ও ইসলামি সঙ্গীত।

রমজানসহ বিভিন্ন উপলক্ষ্যে দেশাত্মবোধক সঙ্গীতসহ ইসলামিক কনসার্টের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় বছরের শুরুতে আন্তর্জাতিক মানের একটি ইসলামি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলরব।

কলরবের যুগ পূর্তি উপলক্ষ্যে আসছে আগামী ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত-নাশীদ মাহফিল। যা পূর্বাচল উপশহরের প্রবেশমুখ কুড়িল-খিলক্ষেতের মধ্যে ৩০০ ফিট সংলগ্ন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এ ক্বিরাত-নাশীদ মাহফিলের অন্যতম সহযোগী হলেন- ইলমে ক্বিরাতের প্রাচীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)।

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসের সভাপতিত্বে ও শাহ ইফতেখার তারিকের নির্দেশনায় এ ক্বিরাত নাশিদ মাহফিলের মধ্যমনি হিসেবে উপস্থিত থাকবেন- শাইখুল হাদিস ও শায়েখে চরমোনাই আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাফেজাহুল্লাহ।

বাংলাদেশসহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ব্রুনাই ও ফিলিস্তিনের বিশ্ববিখ্যাত কারীদের তেলাওয়াত মুখরিত হয়ে ওঠবে আন্তর্জাতিক এ ক্বিরাত-নাসিদ মাহফিল।

মাহফিলে আগতদের আধ্যাত্মিক ও ঈমানি শক্তি বৃদ্ধিতে থাকবে কলরবের হৃদয়কাড়া হামদ, নাত ও ইসলামি সঙ্গীতের বিশেষ আয়োজন।

আগামী ২ ফেব্রুয়ারি ২০১৮-এর আর্ন্তজাতিক এ অনুষ্ঠানের প্রবেশ পত্র সংগ্রহ করতে যোগাযোগ করুন এ ঠিকানায়-

১৮ পুরানা পল্টন, পল্টন প্লাজা (৫ম তলা), ঢাকা-১০০০
মোবাইল- ০১৭১১২৪৫১৫৭; ০১৭৩৩৬৬২২৫০।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।