আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকি’র বাহরাইন গমন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৯ নভেম্বর ২০১৭

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হাফেজ সাইফুর রহমান ত্বকি গত (১৭ নভেম্বর) শুক্রবার দুবাই গেছেন। তার সঙ্গে রয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ নেসার আহমদ আন-নাসিরি।

২০১৪ বাংলাদেশে অনুষ্ঠিত পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ত্বকী এ বছর ৭২ দেশের অংশ গ্রহণে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২য় হয়েছিল।

হাফেজ সাইফুর রহমান ত্বকি অনলাইন আবেদনের মাধ্যমে এ প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিশ্বের ৭৬টি দেশ থেকে আগত প্রায় শতাধিক হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ ত্বকি।

হাফেজ সাইফুর রহমান ত্বকি রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসার প্রিন্সিপাল হাফেজ নেসার আহমদ আন-নাসিরি হাফেজ ত্বরি জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এমএমএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।