প্রসিদ্ধ কারি শায়খ আব্দুল গনি কাম্বারির ইন্তেকাল
প্রসিদ্ধ ক্বারি ও হাফেজ শায়খ আব্দুল গনি কাম্বারি গত (২৯ অক্টোবর, রোববার) ৯২ বছর বয়েসে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
কুরআনে এ খাদেম সিরিয়ার আলেপ্পো শহরের অধিবাসী। তিনি ১৯২৫ সালে সিরিয়ায় আলেপ্পোয় জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে মাত্র ১১ বছর বয়সে আলেপ্পোর ‘দারুল হিফাজা’য় শায়খ আমহদ মিসরির কাছে কুরআনের দারস নেন।
প্রসিদ্ধ কারি ও হাফেজ শায়খ আব্দুল গনি কাম্বারি ১০ পদ্ধতিতে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াতের শিক্ষা লাভ করেছিলেন। আলেপ্পোর অনেক মসজিদে পেশ ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তিনি কুরআন তেলাওয়াত বিষয়ক ‘আত-তাবিয়ান ফি বায়ন মা ইসতিবাহ আলা হাফাজা আল-কুরআন’ নামক একটি গ্রন্থ রচনা করেছেন।
বিখ্যাত কারী আব্দুল গণি কাম্বারি যুগশ্রেষ্ঠ আলেম সায়িদ আদলাভি, আহমাদ কোরদি, মোহাম্মাদ সালক্বিনি এবং শায়খ আব্দুল্লাহ সিরাজুদ্দীন প্রমুখে কাছে শিক্ষা লাভ করেন।
আল্লাহ তাআলা কুরআনের বিখ্যাত কারি ও হাফেজ আব্দুল গণি কাম্বারিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
এমএমএস/পিআর