কানাডার পুলিশ বাহিনীতে নারীদের জন্য ‘হিজাবি ইউনিফর্ম’

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৬ অক্টোবর ২০১৭

কানাডার রাজধানী অটোয়াতে প্রথম মুসলিম নারী পুলিশ তার হিজাবী ইউনিফর্ম পরে একটি সাক্ষাৎকার প্রদান করেন। দেশটির মুসলিম নারীদেরকে পুলিশ বাহিনীতে যোগদানে উৎসাহিত করার লক্ষে পুলিশ প্রধানের তত্ত্বাবধানে হিজাব পরিহিত নারী পুলিশের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।

অটোয়ার পুলিশ প্রধান চার্লস বুরডেলওয়ো গত ২৩শে অক্টোবর তার ব্যক্তিগত টুইটারে লিখেছেন, শীঘ্রই এই পরিকল্পনার খসড়া একটি নোট প্রস্তুত করা হবে।

তিনি বলেন, ‌পুলিশের সাধারণ নীতি হচ্ছে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় মতপার্থক্যকে সম্মান জানানো; কিন্তু পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী, পুলিশ বাহিনীর পোশাকগুলো তাদের পেশার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।'

কানাডিয়ান পুলিশ ইন্টিগ্রেশন নীতি বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের পুলিশ বাহিনীতে যোগদানে উৎসাহিত করার লক্ষে একটি বিশেষ পরিকল্পনা পর্যবেক্ষণ করবে কানাডিয়ান পুলিশ।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।