কাতারে আল নূর সংস্কৃতি কেন্দ্রের পরিচিতি সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৬ মে ২০১৬

কাতারে আল নূর কালচারাল সেন্টারের গণসংযোগ বিভাগের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ মে) রাতে কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

আল নূর কালচারাল সেন্টার গণসংযোগ বিভাগের পরিচালক এম এ বাকেরের সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাস নিলয়ের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন রকিবুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বিভাগের সহকারী পরিচালক নাসির উদ্দিন, নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, গণসংযোগ বিভাগের অর্থ সচিব সালেহ নুরুন নবী, নির্বাহী সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কাতারে অবস্থানরত বাংলাদেশিদের মেধা ও কর্মের উন্নয়ন পারষ্পরিক সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে আল নুর কালচারাল সেন্টার।

গণসংযোগ বিভাগের সদস্যরা হলেন হাফেজ আবদুল্লাহ, মুহাম্মদ ইমরান, হাফিজুর রহমান, মুহাম্মদ আখতার, ইউসুফ পাটোয়ারী, নজরুল ইসলাম, শেখ রিয়াজ, ইব্রাহিম ইমন, জিকু ভুইয়া, হাফিজুর রহমান উজ্জ্বল, পারভেজ খান দিপু, রফিফুল ইসলাম, রাশেদুল হক রাশেদ, ইএম আকাশ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]