চীনে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক চীন
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

চীনের শেনজেন শহরে বসবাসরত বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) শেনজেন কেন্দ্রীয় পার্কে আলোচনা সভা, প্রীতিভোজ, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শতাধিক প্রবাসী ও চীনা নাগরিকের উপস্থিতিতে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রবাসী সাংবাদিক এসএম আল-আমিনের সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে বাৎসরিক বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শেনজেনের ব্যবসায়ী এসএম ইয়াসির আরাফাত হোসেন।

চীনে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

আরও পড়ুন:

এছাড়াও আলোচনা পর্বে বক্তব্য দেন শেনজেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জেমস মৃধা, জনি খান, মো. রুমান হোসেন, জাহিদ হাসান।

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাঙালি সংস্কৃতি চর্চায় ও নিজেদের সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্য আগামী দিনেও এমন অনুষ্ঠান আয়োজনের অংগীকার করেন।

চীনে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন

আলোচনা সভা শেষে হাঁড়ি ভাঙা, দড়ি টানা, বালিশ খেলা ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির নেতারা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]