মালদ্বীপে বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে হাইকমিশন প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

সান্ধ্যকালীন মূল অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

বিজ্ঞাপন

পরে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।

বাণীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর মহান বিজয় দিবসের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশি নাগরিক যথাক্রমে খলিলুর রহমান, সিআইপি মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশি চিকিৎসক মোক্তার আলী লস্কর বক্তব্য দেন।

তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান এ শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি স্বাধীনতাযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। তিনি মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com