মালয়েশিয়া

মানবপাচার চক্রের চার হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। উদ্ধার করা হয়েছে চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকেও। তাদের পাচার করার প্রস্তুতি চলছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চক্রের হোতা ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে।

আরও পড়ুন:

গ্রেফতার পুরুষ তিনজনের বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭-এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আটক নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধারের পাশাপাশি ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার এবং দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। উদ্ধার ১১ বাংলাদেশির বয়স ৩০ থেকে ৩৮ বছর বলে জানানো হয়।

মানবপাচার চক্রের চার হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনতে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]