মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর রাজধানী কুয়ালালামপুরে পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মীদের একটি দল অভিযান চালিয়ে যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধার দুই নারীর বয়স যথাক্রমে ৩০ ও ৩৪ বছর। এছাড়া অভিযানে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। যাকে ‘মূল পরিকল্পনাকারী’ বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানে ৩০ ও ৩৯ বছর বয়সী আরও দুই বাংলাদেশিকেও গ্রেফতার করেছে যারা ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ৫০ বছর বয়সী এক বাংলাদেশিও গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন বিভাগ বলছে, বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ২ হাজার রিঙ্গিতের ভালো চাকরির প্রস্তাব দিয়ে আনার পর তাদের সঙ্গে প্রতারণা করা হয় এবং বিনা বেতনে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়।

যারা মানবপাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর অধীনে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]