ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ওপেন হাউস ডে উদযাপন
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী ওপেন হাউস ডে উদযাপনে শনিবার গোটা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কয়েক হাজার বিদেশি দূতাবাস ভবনের বঙ্গবন্ধু অডিটরিয়াম পরিদর্শন করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক সংগঠন কালচারাল ট্যুরিজম ডিসি’র সহায়তায় পরপর নবমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটি ওয়াশিংটন ডিসিতে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বহুমুখী সাংস্কৃতিক ধারা তুলে ধরছে।
আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, ওশেনিয়া এবং আমেরিকা থেকে ৫০টিরও বেশি দেশের শিল্পী, অভিনেতা, বক্তা, শিক্ষক এবং অন্যান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক পরিসরের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করেছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের খাবার, আর্ট, নৃত্য, ফ্যাশন এবং সঙ্গীত উপভোগ করেন।
যুুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং দূতাবাসের সকল কর্মকর্তা অতিথিদের স্বাগত জানান।
ওপেন হাউস কার্যক্রমে বাংলাদেশের হস্তশিল্প, পর্যটন স্থানসমূহ, ঐতিহাসিক স্থান তুলে ধরা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান তুলে ধরা হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন হাজারের বেশি দর্শক দূতাবাস পরিদর্শনে এসেছে।
একে/পিআর