খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে মালদ্বীপ বিএনপি

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৮ আগস্ট ২০২৪
ছবি- সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উদযাপন করেছে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে রাজধানী মালে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ছাত্র জনতার এ আন্দোলনে বিএনপিসহ সকল দেশপ্রেমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি প্রবাসীরাও রেমিট্যান্স শাটডাউন করে আন্দোলনকে বেগবান করেছেন। দীর্ঘ আন্দোলন এবং অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এছাড়াও তিনি দেশ-জাতির মঙ্গল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, ফারুক হোসেন, আহম্মেদ কামাল, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সোহেল রানা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খায়েরুল আমিন, মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, করিম রানা, পিয়াস ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, সহদপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু-রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com