যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে শেখ হাসিনার ছবি সরানো হলো

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ১১ আগস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক দূতাবাস জানিয়েছে, সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র বিএনপির কিছু নেতাকর্মী ফোন দিয়ে কনস্যাল জেনারেল ও ডেপুটি কনস্যাল জেনারেলের সঙ্গে দেখা করতে চান। পরে তাদের আসতে বলা হয়। কিন্তু তারা ৪০-৫০ জন কন্স্যুলেট ভবনের সামনে হাজির হন। প্রথমে তিনজনকে আলোচনার জন্য ডাকা হলে তারা অতর্কিতভাবে ৪০-৫০ জন একসঙ্গে কন্স্যুলেটের ভেতরে ঢুকে পড়েন।

প্রথমেই তারা জানতে চান অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আছে কি না? এমন সময় তারা কনস্যাল জেনারেল নাজমুল হুদার কার্যালয়ে এবং ডিপুটি কনস্যাল জেনারেল নাজমুল হাসানের কার্যালয়ে ঢুকে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পেয়ে তারা নিজেরাই ছবি নামাতে যান।

আরও পড়ুন

কনসাল জেনারেল ও ডিপুটি কনসাল তাদের বলেন আমাদের হাতে একটি নির্দেশনা এসেছে সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার। আমরা এ ছবি এখনই সরিয়ে নেব। এরপর বিএনপির নেতাকর্মীরা নিজ হাতে ছবি ও কিছু নৌকা নামিয়ে ফেলেন। বঙ্গবন্ধুর ছবি সরাতে চাইলে ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান তা নিজের হাতে সরিয়ে দেন।

তবে তারা কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি করেননি বলে জানান ডেপুটি কনস্যাল। কনসাল জেনারেল নাজমুল হুদা জানান, দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা কাউকেই তিনি চেনেন না। এর আগে কখনও তাদের দেখেননি। একইভাবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]