কুয়েতে অ্যামবাসি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে অ্যামবাসি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ২১টি ফুটবল দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]