নিউইয়র্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ‘‘ঐতিহাসিক মুজিবনগর দিবস” পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) কনস্যুলেট জেনারেলের অডিটরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন।

এ উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এক মিনিট নীরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল শামীম আহসান, এনডিসি, তার স্বাগত বক্তৃতায় বাংলাদেশের অভ্যূদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

অন্যান্য বক্তারা দিনটির তাৎপর্য উল্লেখ করে বলেন, প্রবাসী বাংলাদেশিসহ বাংলাদেশের জনসাধারণ স্বাধীনতাযুদ্ধের সময়ে গঠিত মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা সবসময় স্মরণ রাখবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন এবং বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অন্যান্যদের মধ্যে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]