যুক্তরাষ্ট্র আ. লীগের কর্মী সভায় মারামারি


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৬ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  কর্মীসভায় মারামারির ঘটনা ঘটেছে। গত ১২ই এপ্রিল রাত ১০ টায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টেুরেন্টে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র  আওয়ামী  লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে দলীয় প্রধানের নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সদ্য শোকজপ্রাপ্ত আব্দুল হাসিব মামুন, কমান্ডার নূরনবী এবং সিটি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে কতিপয় ব্যক্তি হঠাৎ সেখানে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এ সময় কার্যকরী সদস্য হিন্দোল কাদের বাপ্পাসহ কয়েকজন প্রতিবাদ করলে ওয়ালী হোসাইন তাদের উপর চড়াও হয়। তারা ইলিয়ার রহমান ও নাফিকুর রহমানের উপর হামলা করে। পরে সভার পক্ষ থেকে পুলিশকে খবর দেয়া হলে ওয়ালী হোসাইনকে গ্রেফতার করে। পরে এঘটনায় ৪/৫ জনের নামে মামলা  করা হয়।   
 
সভায় বাংলাদেশের জিডিপি নিয়ে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া বক্তব্যের প্রতিবাদ করা হয়।

এমএমজেড/এএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]