গ্রিসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৯ মার্চ ২০২৪

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।

এরপর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

গ্রিসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

পরে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।

শেখ মুজিবুর রহমানের মহতী জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, শিক্ষার্থী আরিফ হোসেন প্রমুখ।

গ্রিসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

পরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়। ইফতার মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এর আগে প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় পাঁচজন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রদূত আসুদ আহমদ। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- বাংলা টিভির গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, আর টিভির গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, এসএ টিভির প্রতিনিধি কামরুজ্জামন ভুইয়া ডালিম, ডিবিসি নিউজের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না, যমুনা টিভির প্রতিনিধি নিরব আহমদ রুমন।

গ্রিসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]