লন্ডনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি নাট্যনির্মাতা ফুরুখের

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৮ মার্চ ২০২৪

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জি এম ফুরুখ (৪৬) নামে প্রবাসী বাংলাদেশি লেখক ও নাট্যনির্মাতা। পূর্ব লন্ডনের লি স্ট্রিটে শনিবার স্থানীয় সময় রাত ১২টায় তিনি রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় গুরুতর আহত হন ফুরুখ। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর ভোর ৫টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জি এম ফুরুখের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]