নিউইয়র্কে নোয়াখালী সোসাইটির যৌথ সভা


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০১৬

দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর  যৌথসভা গত ২ এপ্রিল  ব্রুকলীনে নিজস্ব অফিস ‘নোয়াখালী ভবনে’অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর পরিচালনায় উক্ত সভায় সংগঠনের ট্রাস্টিবোর্ড সদস্য, উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন, সোসাইটির ক্রয়কৃত লং আইল্যান্ডে কবরস্থান সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষে উপ-কমিটি ও বনভোজন উপ-কমিটি গঠন, সোসাইটির আজীবন ও সাধারণ সদস্য বৃদ্ধি ও সদস্যদের বকেয়া চাঁদা আদায় এবং দেশ ও প্রবাসে বৃহত্তর নোয়াখালীবাসীর কল্যাণে সোসাইটিকে গতিশীল করার  আলোচনা হয়।

সভায় কবরস্থান সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষে একটি উপ-কমিটি গঠন করা হয়। এর চেয়ারম্যান রফিকুল ইসলাম ভূইঁয়া, কো-চেয়ারম্যান আবুল খায়ের খালেক, নজির আহমেদ ভাণ্ডারী এবং সদস্য সচিব তাজু মিয়াকে নির্ধারণ করা হয়।

এছাড়া বনভোজন উপ-কমিটির আহবায়ক হয়েছেন নাজমুল হাসান মালিক এবং সদস্য সচিব সালেহ আহমদ চৌধুরী রুবেল। আগামী ৬ আগষ্ট লং আইল্যান্ডের ব্যাথ প্যাইজ পার্কে অনুষ্ঠিত হবে ওই বনভোজন।

সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মদ রব মিয়া বৃহত্তর নোয়াখালীবাসীর কল্যাণে সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমএমজেড/এএইচ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]