নির্বাচন বর্জনের দাবিতে জাপান শাখা বিএনপির লিফলেট বিতরণ

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি জাপান
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

নির্বাচন বর্জনের দাবিতে জাপান বিএনপি শাখার নেতাদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। টোকিওর বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় তারা বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিদার, যা হতে হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ, পক্ষপাতিত্বহীন ও সব দলের জন্য উন্মুক্ত। তা না করে সরকার একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে। এসময় সিনিয়র নেতৃবৃন্দ একতরফা, ডামি নির্বাচনকে বর্জন করেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য আহ্বান জানান।

japan-2.jpg

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাপানের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো.নুর খাঁন রনি, সিনিয়র নেতা মো.জসীম ঊদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন ডিও, নুরুল ইসলাম, শরিফ হোসেন, সাইফুল ইসলাম তুহিন, কবির হোসেন রুবেল, জাহিদুল ইসলাম তারেক।

এসআইটি/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]