রোমানিয়া-হাঙ্গেরি সীমান্ত থেকে বাংলাদেশিসহ ১৮ অভিবাসী আটক
আইন লঙ্ঘন করে রোমানিয়ার সীমান্ত অতিক্রম করার সময় ১৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। অভিবাসীরা বাংলাদেশ, সিরিয়া, নেপাল এবং মরক্কোর নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে রোমানিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, দেশটির আরাদ অঞ্চলের নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে ১৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা বেআইনি উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্টরা একটি ভ্যানে লুকিয়ে অনিয়মিত পথে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিলেন। তুরস্কে নিবন্ধিত ভ্যানটি চালাচ্ছিলেন একজন জার্মান নাগরিক। তিনি সীমান্তে উপস্থিত হয়ে তুরস্ক-জার্মানি রুটে টেক্সটাইল পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন।
কিন্তু চালকের অতীত রেকর্ড এবং পণ্যের বর্ণনা ঝুঁকিপূর্ণ মনে হলে গাড়িটির পুঙ্খানুপুঙ্খ চেক করার সিদ্ধান্ত নেয় উপস্থিত শুল্ক ও সীমান্ত কর্মকর্তারা।
গাড়ির ভেতরে থাকা একটি কার্গোতে ১৮ জন বিদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ। তাদের সবাইকে পুলিশ ও অভিবাসন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় অভিবাসীরা বাংলাদেশ, সিরিয়া, নেপাল এবং মরক্কোর নাগরিক। তারা ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন।
অভিবাসী ও ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য বিবেচনায় নিয়ে সীমান্ত পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
এছাড়া গাড়ির ভেতরে লুকিয়ে থাকা নাগরিকদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টার দায়ে বিচারিক তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে তাদের ভিসা অথবা রেসিডেন্স পারমিট বাতিল করে নিজ দেশ ফেরত যাওয়ার নোটিশ জারি করা হবে।
এই আইনি আদেশ মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের নিজ দেশে জোরপূর্বক ডিপোর্ট করে রোমানিয়া।
এমআরএম/এএসএম