মিশিগানে বীর মুক্তিযোদ্ধা আলাউরের জানাজা সম্পন্ন

আশিক রহমান
আশিক রহমান আশিক রহমান মিশিগান, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমানের (৭২) জানাজা সম্পন্ন হয়েছে। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার মিশিগানের ডিট্রয়েট সিটির মসজিদূন নূরে অনুষ্ঠিত হয়। পরে তাকে মাউন্ট এলিওটের সিমেট্রিতে দাফন করা হয়েছে।

মরহুমের মামাতো ভাই দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক রোটারিয়ান শামিম আহসান জানান, বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন এবং আবাসস্থল ছিল হ্যামট্রামেক সিটিতে। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমানে বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমান সোমবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলাউর রহমানের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবারের পক্ষ তার জানাজার নামাজ ও দাফনে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]