কানাডায় মাদারীপুরের পৌর মেয়রকে সংবর্ধনা

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১১ জুলাই ২০২৩

মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদকে গণসংবর্ধনা দিয়েছে কানাডাস্থ মাদারীপুর সমিতি। সোমবার (১০ জুলাই) টরন্টোর ডেনফোর্থের স্থানীয় মক্কা রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নু হাওলাদার। সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।

এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি ছিলেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সহ-সভাপতি বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিম, বাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী ড. জোহা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ড. এম তোহা, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুঁই, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ভিপি ডা. হাফিজ, কানাডা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কানাডা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন প্রমুখ।

canada1.jpg

প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান। পাশাপাশি সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে শক্তিশালী ভূমিকা পালনের আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুব সিকদার। উপস্থিত ছিলেন- মাদারীপুর সমিতির সদস্য হারুনুর রশিদ ইরান, হাবিবুর রহমান, মো. সাগর, টুটুল, মো. রহিম, রঞ্জু, সামসুজ্জোহা, অন্টারিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ মাসুদ পান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুঁই, মৈয়ত্রী দেবী, নিতাই দেবনাথ, শরিফুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহম্মেদ মুক্তা, শিল্প ও বাণিজ্য সম্পাদক রতন দে, নির্বাহী সদস্য ঝোটন তরফদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল ইসলাম তারেক, সিদ্ধার্থ সাহা, সেলিনা পারভীন, কানাডা শাখা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান, সদস্য তাওহীদ খান আশিক, মো. সাকিব, তৌহিদুর রহমান দুর্জয়, ফাহিম হোসেন, ইশতিয়াক আহমেদ, ইরফান খান, পিয়াস রায়, সোহাগ হোসেন, জিহাদ, ফাহাদ প্রমুখ।

কেএসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]