বঙ্গ সম্মেলনে অব্যবস্থাপনা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে চরম অব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ৪৩তম বঙ্গ সম্মেলন। ১০ হাজার আসনের জিম হোয়েলান বোর্ডওয়াক হলে সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শহর থেকে ১২ মাইল দূরে ৩’শ আসনের ওশান ভিউ হোটেল স্বল্পপরিসরে আয়োজিত হয়।
হলে প্রবেশের জন্য হুলস্থুল তৈরি হলে পুলিশ একজনকে আটক করে। বাতিল হয়ে যায় বরাদ্দ করা অধিকাংশ হোটেল বুকিং এবং অর্ধেক অনুষ্ঠানমালা। বিপাকে পড়েন অন্তত পাঁচ হাজার পরিবার। শুক্রবার (৩০ জুন) শুরু হওয়া এ অনুষ্ঠান ২ জুলাই শেষ হয়েছে।
আয়োজনের প্রধান সমন্বয়ক গৌতম দত্ত শনিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় বঙ্গ সম্মেলনের প্রধান মঞ্চে দুঃখ প্রকাশ করে বলেন, অনিবার্য কারণবশত বাংলাদেশ থেকে আগত অভিনেতা চঞ্চল চৌধুরী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুধু এই অনুষ্ঠান নয়, বঙ্গ সম্মেলনের ওয়েবসাইটে নতুন যে অনুষ্ঠানসূচি দেওয়া হয়েছে তাতে দেখা গেছে অন্তত ৪৫ ভাগ অনুষ্ঠান বাদ পড়েছে।
এ প্রসঙ্গে গৌতম দত্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জিম হোয়েলান বোর্ডওয়াক হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে আমাদের জানায় হল বুকিং বাবদ অগ্রিম আটশত হাজার ডলার না দিলে বুকিং বাতিল করা হবে। অথচ আমাদের দেওয়ার কথা ছিল চারশত হাজার ডলার। এই পরিস্থিতিতে আমাদের পুরো একদিনের অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। আমাদের মাধ্যমে যারা হোটেল বুকিং দিয়েছিলেন অগ্রিম টাকা দিতে না পারায় তার কিছু অংশ বাতিল হয়েছে।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও রাত ৮টায় এ অনুষ্ঠান শুরুর পূর্বে আয়োজক সংগঠন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের (এনএবিসি) এমেরিটাস চেয়ারম্যান প্রবীর রায় বলেন, আমি প্রথম বঙ্গ সম্মেলন শুরু করে এ পর্যন্ত আছি। ৪২ বছরের বঙ্গ সম্মেলনে এমন বিশৃঙ্খলা পরিবেশ কখনো তৈরি হয়নি এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।
২০ বছর ধরে বঙ্গ সম্মেলনে অংশগ্রহণকারী শিতাংশ গুহ বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পশ্চিমবঙ্গের এই আয়োজনে আমরা প্রতি বছরই আসি। এবার যে অরাজকতা দেখেছি তা বাংলাদেশিদের কোনো আয়োজনে হলে রক্তারক্তি অবস্থা হতো। এখানে সে রকম হয়নি।
তিনি বলেন, এবার শুরু থেকে শেষ এ পর্যন্ত সবকিছুতেই বিশৃঙ্খলা। হোটেল বুকিং। অনুষ্ঠানমালা। পূর্ব বুকিং করা স্টল মালিকরা নানান ধরনের পণ্য সামগ্রী নিয়ে এসে দেখে স্টল বুকিং নাই তাদের নামে। অনেক স্টলে বিদ্যুৎ নাই। অংশগ্রহণকারী পরিচায়ক বেল্ট এবং উপহাসামগ্রী কোনো কিছুই ঠিক ছিল না।
বঙ্গ সম্মেলনে নিউইয়র্ক থেকে অংশগ্রহণকারী গোবিন্দ জি বানিয়া বলেন, জনপ্রতি ২১৫ ডলার খরচ করে বঙ্গ সম্মেলনের টিকিট কিনেছি। হোটেল বুকিংয়ের জন্য দিয়েছি আলাদা টাকা। এখানে এসে দেখি চরম বিশৃঙ্খলতা। আমাদের পরিবারের তিনজনকে দিয়েছে তিন জায়গায়। আমাদের মতো এমন পাঁচ হাজার পরিবার এই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছে। ব্যবস্থাপনার কারণে কোনো অনুষ্ঠানেই তেমন দর্শক নাই। অনেকে ফিরে গেছে এসে। ১৫ হাজার দর্শক উপস্থিত থাকার কথা থাকলেও চার থেকে পাঁচ হাজার দর্শক সমাগম হয়েছে।
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন, লন্ডন থেকে আগত লেখক কোনাল বসু। পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকার এবং সোনু নিগম এবারের বঙ্গ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক পার্থসারথি মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তিনি এই সম্মেলন শুরুর আগে জানিয়েছিলেন, বিশাল এই আনন্দযজ্ঞে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরের বাঙালিরা। প্রাথমিকভাবে এবারের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ডলার। জমজমাট ও বাঙালিয়ানায় ভরপুর এ মিলনোৎসবকে প্রায় ২০ হাজার বাঙালির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
এমআরএম/জিকেএস