কানাডায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৪ জুন ২০২৩

আওয়ামী লীগের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। অভাব-অনটন, অন্ধকার দূর করে সচ্ছলতা অর্জন করেছে। পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। সেই দলের হাত ধরেই আজ উন্নত বিশ্বের পথে ধাবমান আমাদের প্রিয় স্বদেশ।

তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রাণ খুলে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বক্তারা।

বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন টগবগে যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু।

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭৪ বছর উপলক্ষে আলোচনার শুরুতে বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আওয়ামী লীগের সাফল্য ও পুনরায় সরকার গঠন ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী।

এ সময় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সহ-সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফ্ফার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, কানাডা আওয়ামী লীগ নেতা মো. হাসান।

বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি ও বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর সংগ্রাম নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ, যে কোনো জাতীয় ইস্যুতে শেখ হাসিনার নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ, আওয়ামী লীগের ৭৪ বছর উপলক্ষে আলোচনায় বক্তব্যে তথ্য উপাত্তসহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন।

বাংলাদেশের জন্য আওয়ামী লীগের ভূমিকা ও সাফল্যের চিত্র তুলে ধরেন, সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন ও জননেত্রীর ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরেন। বক্তব্যে সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে আওয়ামী লীগের পক্ষে শক্তিশালী ভূমিক পালন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় অংশ নেন অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহ-সভাপতি আনোয়ার আলম কামাল, যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, নির্বাহী সদস্য ড. জোহা, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, যুব সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়াও কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহম্মেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার সভাপতি ওবায়দুর রহমান, সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি তাওহীদ খান আশিক, মো. সাকিব, তৌহিদুর রহমান দুর্জয়, ফাহিম হোসেন, ইশতিয়াক আহমেদ, ইরফান খান, মো শাফকাত মির্জা, পিয়াস রয়, সোহাগ হোসেন, শেখ তামিম, জিহাদ ও ফাহাদসহ আরও অনেকে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]