ছুটিতে দেশে ফেরা হলো না কুয়েত প্রবাসী সালাউদ্দিনের

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২০ জুন ২০২৩

কুয়েতে নতুন আকামা লাগানোর পর বাংলাদেশে আসার কথা ছিল চট্টগ্রামের মিরসরাই উপজেলার সালাউদ্দিনের। কিন্তু তা আর হলো না। কুয়েতে স্ট্রোক করে মারা যান তিনি।

সোমবার (১৯ জুন) রাতে স্ট্রোক করে তার মৃত্যু হয়। কুয়েতের অফরা কৃষি অঞ্চলের একটি বাগানে কাজ করতেন তিনি।

সালাউদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মাইলাস তিনঘরিয়া তোলা গ্রামের কুয়েত প্রবাসী নুরুল বাহারের ছেলে।

সালাউদ্দিনের বাবা নুরুল বাহার বলেন, আমার ছেলেসহ আমরা একই মাজরায় (বাগানে) এক সঙ্গে কাজ করি। নতুন আকামা লাগানোর পর আমিসহ ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল সালাউদ্দিনের। গতকাল নতুন পাসপোর্টের জন্য জমা দিয়ে এসেছিল সে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠছে না দেখে বারবার ডাকা হয়। এতেও কোনো সাড়াশব্দ ছিল না।

তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানো হবে।

সাদেক রিপন/এমআইএইচএস/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]