প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাই ‘নাটক’, মালয়েশিয়ায় বাংলাদেশির জেল
বৈধ পাসপোর্ট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করেন মোহাম্মদ সুফিয়ান (৫২)। তিনি দেশটির মেলাকা রাজ্যের তেনগা জেলার তানজুং মিয়াক এলাকায় কৌশলে থাকতেন। অবৈধভাবে সেখানে অবস্থান করা সুফিয়ান বিপাকে পড়েছেন ছিনতাই ‘নাটক’ সাজিয়ে। প্রতিপক্ষ এক ব্যক্তিকে ফাঁসাতে তার বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা একটি পুলিশি প্রতিবেদন তদন্ত কর্মকর্তার অফিসে জমা দেন। এতে ফেঁসে যান নিজেই।
অবৈধ প্রবেশ ও ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন তৈরির দায়ে মালয়েশিয়ায় তাকে ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) মেলাকা রাজ্যের আয়ার কেরোহ আদালতের ম্যাজিস্ট্রেট শারদা শিনহা সুলেইমান এ কারাদণ্ড দেন। সুফিয়ান আদালতে দোভাষীর মাধ্যমে জবানবন্দি দেন।
তার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ সুফিয়ান একজন বাংলাদেশি নাগরিক, যিনি কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করেন। অবৈধভাবে মেলাকায় বসবাস করেন। গত ২০ মে বেলা সাড়ে ১১টার দিকে মেলাকা রাজ্যের তেনগা জেলার তানজুং মিয়াক থানার তদন্ত অফিসে অন্যজনকে ফাঁসাতে একটি ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন দাখিল করেন।
ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২)-এর ধারা ৬(১) (গ) অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলে অনধিক ১০ হাজার রিংগিত অর্থদণ্ড বা পাঁচ বছরের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে এবং একই আইনের ৬(৩) ধারায় শাস্তিযোগ্য হবে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি করপোরাল আইদাওয়াতি হুসিনের কাছে একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করেছিলেন। এ মিথ্যা প্রতিবেদনের ফলে তানজুং মিয়াক থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মুহাম্মদ হাজিক ফাথেলি সাধারণ মানুষদের কাছে হেয় হয়েছেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
মালয়েশিয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, দেশটির অভিবাসন বিভাগে অভিযুক্ত ওই বাংলাদেশির ফিঙ্গার প্রিন্ট ও বায়োমেট্রিক পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্ত বাংলাদেশির মালয়েশিয়ায় বসবাসের কোনো নথিপত্র নেই।
এএএইচ/এএসএম