মালয়েশিয়ান পরিচয়পত্র নিতে গিয়ে বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মালয়েশিয়ান পরিচয়পত্র নিতে গিয়ে এক বাংলাদেশি আটক হওয়ার খবর পাওয়া গেছে। আদালত সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার গেরিক জেলায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে আরেকজনের জন্ম নিবন্ধন সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে দুই হাজার রিঙ্গিত জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।

জেলা আদালতের ম্যাজিস্ট্রেট এ আখিরউদ্দিন বলেন, আহমেদ বশির নামে ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি নাগরিক গত ১৫ বছর ধরে অন্যজনের জন্ম নিবন্ধন সার্টিফিকেট ব্যবহার করে আসছেন। তাকে দেশে ফেরত পাঠানোর জন্যে বলেছেন আদালত।

মামলার প্রসিকিউটিং কর্মকর্তা আহমেদ ফিরদাউস বলেন, রশিদকে গত ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় পেরাক ন্যাশনাল ডিপার্টমেন্ট থেকে আটক করা হয়।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১১ ডিসেম্বর থেকে আহমেদ বশির মাত রোজালি নামে একটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ব্যবহার করছিলেন এই বাংলাদেশি নাগরিক। মাই কার্ড (মালয়েশিয়ান জাতীয় পরিচয়পত্র) এর জন্যে আবেদন করলে ধরা পড়েন তিনি।

বশির জানান, তিনি বৈধভাবে ১৯৯১ সাল থেকে মালয়েশিয়ায় রয়েছেন। তিনি একজন স্থানীয় নারীকে বিয়ে করেছেন এবং ৪টি সন্তান রয়েছে, যারা স্কুলে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করায় প্রসিকিউটর তাকে এই সাজা দিয়েছেন। বশির এরই মধ্যে জরিমানা শোধ করেছেন বলে দেশটির সংবাদ সংস্থাটি জানিয়েছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]