লেবাননে বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২২

লেবাননে এক বাংলাদেশির চাপাতির আঘাতে নূর হোসেন নামে আরেক বাংলাদেশি খুন হয়েছেন।

নূর হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার কোসানগল গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় তানাইল হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হিমঘরে আছে।

নিহত নূর হোসেনের শ্যালক প্রবাসী ফিরোজ হাওলাদার জানান, দেশটির জাহেলি জেলায় একটি প্লাস্টিক কোম্পানিতে ৯ বছর ধরে বৈধভাবে কাজ করে আসছিল নূর হোসেন। রোববার (২৫ ডিসেম্বর) স্থানীয় এলাকায় নারী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশিরা সালিশিতে বসেন। সেখানে নূর হোসেনসহ আরও বাংলাদেশি উপস্থিত ছিলেন। সালিশির একপর্যায়ে কুদ্দুস নামে এক বাংলাদেশি নূর হোসেনের মাথায় ধারালো চাপাতি দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় তানাইল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

অন্যদিকে, ঘাতক কুদ্দুসকে স্থানীয় বাংলাদেশিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এমএএইচ/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]