বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৫ এএম, ২১ ডিসেম্বর ২০২২

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

দূতাবাসের মিলয়াতনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ‌‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ’। এর উপর বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ, বাংলাদেশ সমাজের সভাপতি এম.এ হাসেম, বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, সাংবাদিক নেতা বশির আহমদ, আওয়ামী লীগ সভাপতি শাহজালাল ও আলাউদ্দিন নুর, ড. আবির চৌধুরী, মইজ চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহ আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই দিবসকে ঘিরে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং বছরের প্রতিটি দিনই আমাদের উচিত প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া। শ্রমিকরা তাদের নায্য বেতন যাতে সময়মতো পান তা নিশ্চিত করা।

তিনি বলেন, বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশি প্রবাসীরা কর্মরত রয়েছেন। তাদের কষ্টে উপার্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তিনি বাহরাইনে বসবাসরত সব প্রবাসীকে বৈধ পথে টাকা প্রেরণের আহ্বান জানান।

দিবস উপলক্ষে বাংলাদেশ স্কুল, বাহরাইনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের উন্নয়নে অভিবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ভূমিকা’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। রাষ্ট্রদূত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সংগঠনের নেতা এবং দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সালেহ আহমদ সাকী/এমএইচআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]